চারণ গোপাল চক্রবর্তী

তোমার জন্ম, আমাদের প্রাপ্তি
উন্নত দেশের স্বপ্ন আজ বাস্তব
শান্তিকামী সকলে আজ সহযাত্রী
হায়না পায়নি ক্ষমা, জনমনে তাই প্রশান্তি।

তোমাকে আজও বুঝেনি যারা
একদিন ঠিকই বুঝবে তারা।
ভূ্ল-ভ্রান্তির হবে অবসান
তোমার হাতেই বাংলার মান।

বাংলা তোমার, তুমি বাংলার
বিশ্বে করছো মাথাউঁচু সবার।
বাংলা তোমার ভেঙ্গেছে বুক
শোকে ম্রিয়মাণ, তবু হাসিমুখ!
প্রতিশোধে নয়, প্রতিদানে তুমি
যুদ্ধে নেমেছো গড়তে আগামী ।

সবুজ-শ্যামল প্রান্তর জুড়ে
তোমার দৃষ্টি উন্নয়ন, শান্তির তরে।
তুমি বঙ্গবন্ধুর যোগ্য কন্যা
তুমি শান্তি, তুমি সমৃদ্ধি, তুমি অনন্যা
তুমি জননেত্রী শেখ হাসিনা।
শতায়ু হোক তোমার জীবন
এই কামনায় জনতা সাধারণ।