প্রবাস ডেস্ক : গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্যারিসের ক্যাথসীমায় অফিওরা সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা সমিতির সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হক নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় এসময় মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ছাড়াও এসময় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ সেলিম, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ এর সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগ এর প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমদ, গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধা মনিরুল হক মনু, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির, গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সহসভাপতি কাওসার মোড়ল, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক তপন দাস, সিদ্দিক, আমজাদ, আবুল কালাম আজাদ, কৌশিক রাব্বানী।

সংবর্ধনা সভার শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুর জেলা সমিতি, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব , ইপিবিএ ফ্রান্স শাখা, অফিওরা সেন্টার সহ ফ্রান্সের বিভিন্ন সংগঠন।

এসময় মন্ত্রী তার বক্তব্যে গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের ভূয়সী করে বলেন দল মতের উর্দ্ধে উঠে ফ্রান্সে বাংলাদেশকে তুলে ধরতে হবে। বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে ফ্রান্সের মূলধারায় প্রকাশ করার দায়িত্ব সকল প্রবাসীদের ।

এসময় তিনি বলেন দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিবেন না। প্রবাসীদের কল্যানে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৯)