নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে বিলুপ্ত ছাত্র সংসদের ভবনে ছাত্রলীগ নেতা কর্মীদের বসাকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে দুটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সংঘর্ষে মহিলা সহ দু’জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কলেজ সহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের বিলুপ্ত ছাত্র সংসদের ভবনে ছাত্রলীগ নেতৃবৃন্দের বসাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন সমর্থিত ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে সাধারণ সম্পাদক এম এম রাশেদ হাসান সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে যুবলীগ নেতা ছোট আশরাফের নেতৃত্বে আবুজার, রুমান, রুহান, পলাশ সহ ১০/১২ জন সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী শান্ত শেখকে (২০) মারধোর করে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হাতে আকাশ (২১) নামে অপর একজন শিক্ষার্থী মারধোরের শিকার হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে সুদীপ্ত নামের একজন ছাত্রলীগ কর্মীর পালসার মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এ সময় যুবলীগ নেতা ছোট আশরাফের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী বহিরাগত শাওন ও হালিম ভুইয়ার বাসাবাড়ি ভাংচুর করে। বাসাবাড়ি ভাংচুরের সময় সন্ত্রাসীরা দু’রাউন্ড গুলি বর্ষণ করে বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেপ হোসেন অভিযোগ করেছেন।

এ দিকে এ ঘটনার জের ধরে মদিনাপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়কে না পেয়ে তার মা পারুল বেগমকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকাররম হোসেন জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৯)