চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আয়োজনে ২০১৮ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৩১০ জন (ট্যালেন্টপুল-সাধারণ গ্রেড) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন অতিথিরা।

পাবনা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকার সিল্টু’র সভাপতিত্বে ও প্রভাষক মাহবুব আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সাংবাদিক ইকবাল কবির রঞ্জু, পবিত্র তালুকদার প্রমুখ।

পরে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৯)