স্টাফ রিপোর্টার, ঢাকা : তুবা গার্মেন্ট কারখানার অনশনরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটলেও তেমন কেউ আহত হয়নি।

শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ দেখালেও প্রথমে রাস্তায় মিছিল বের করতে দেয়নি পুলিশ। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাড্ডার মূল সড়কে নেমে আসে।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শত শত শ্রমিক এ বিক্ষোভ-মিছিলে অংশ নেন।

এর ফলে ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তোবা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ চলছে


(ওএস/অ/আগস্ট ০২, ২০১৪)