প্রবাস ডেস্ক : ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী  নারীদের সংগঠন বাংলাদেশ মহিলা সমিতি ফ্রান্সের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে শিউলিকে সভাপতি ও হেপি রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।  

এসময় নবগঠিত কমিটির সভাপতি শিউলি , সাধারণ সম্পাদক হেপি রহমান , শরীফা আলম , তানিয়া বেগম ও রুমানা রহমান বক্তব্য রাখেন।

গ্রামীণ ও অসহায় নারীর কর্মসংস্থান, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা, নারীকে ‘বাঁচতে শেখা’ এ সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করবেন বলে জানান বক্তারা। তারা বলেন প্রবাসে বিশেষ করে ইউরোপে নারীরা অনেকটাই সাবলম্বী তার কারণ হচ্ছে পরিবেশ , উন্নত নীতিমালা ও নারীদের সুরক্ষা।

বাংলাদেশে সরকারের পাশাপাশি নারীদের উন্নয়নে বিত্তশালী ও সচেতন সমাজকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। তারা বলেন নারীদের অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে প্রবাসে বসবাসরত সাবলম্বী নারীদের এগিয়ে আসা দরকার।

আগামী দুই মাসের মধ্যে সংগঠনের কর্মপরিকল্পনা প্রকাশ ও অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান তারা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)