গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জেবুন নেছার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, সমাজসেবা কর্মবর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, আইজিএ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ফাতেমা আকতার রত্না, আনজুমান বানু ও মিমু আকতার প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)