স্টাফ রিপোর্টার : নিজের সংসদীয় এলাকায় ফায়ার সার্ভিসের জন্য একটি নতুন গাড়ি ও পুলিশ ফাঁড়ি সংস্কারের আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার দুপুরে তিনি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, মাশরাফি বিন মর্তুজা এলাকার উন্নয়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। তার এলাকায় একটি ফায়ার স্টেশন আছে, যেটি তৃতীয় শ্রেণির। নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়িসহ স্টেশনটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়িটির সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ০১, ২০১৯)