পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : ‘বৈশ্বিক প্রতিযোগীতায় উৎপাদনশীলতা” মূল প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ০২ অক্টোবর সকাল ১০ টায় র‌্যালি ও আলোচলা সভার মধ্যে দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।র‌্যালিটি পাংশা উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয়। সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদীয়া শাহনাজ খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মাহবুবা আক্তার , পাংশা মডেল থানার এস আই অলোক কুমার প্রমুখ।

বক্তাগণ উৎপাদনশীলতার মধ্যেদিয়ে বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যেমে দেশের শিল্প,কৃষি ও সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবস টি পালিত হয়ে থাকে।

(এস/এসপি/অক্টোবর ০২, ২০১৯)