তথ্যপ্রযুক্তি ডেস্ক : হঠাৎ করেই পোস্ট করা যাচ্ছিল না টুইটারে। ওয়েবসাইট বা অ্যাপ চললেও ফিড আপডেট হচ্ছিল না। অবশেষে জানা গেলে টুইটার ডাউন!

বুধবার এমন সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। সমস্যায় পড়েন বিশ্বের ৩২ কোটি টুইটার ব্যবহারকারী।

মূলত ভারত, জাপান ও কানাডা থেকে বেশি অভিযোগ এসেছে বলে জানা গেছে। তিন দেশে মিলিয়ে প্রায় ৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, টুইটডেক-এ সমস্যার কারণেই বন্ধ ছিল টুইটার।

বিষয়টি সমাধান হওয়ার পরও অনেক জায়গা থেকে টুইটার খুলতে সমস্যা হচ্ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তন আনে টুইটার। এর ফলে অনেকটাই বদলে যায় তাদের বাহ্যিক চিত্র।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)