পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্যসহ ছয়দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র চা চাষিরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন, পঞ্চগড় এসব কর্মসূচি পালন করে।

জানা গেছে, শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে চা চাষীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা দুই শতাধিক ক্ষুদ্র চা চাষি অংশ নেন।

এসময় বক্তারা বলেন, পঞ্চগড়ের চা কারখানা মালিকদের সিন্ডিকেটে চরম দুর্ভোগ পড়েছে চাষীরা। এজন্য বছরের শুরুতে ৩৫ টাকা থেকে ৩৮ টাকা কেজিতে কাঁচা চা পাতা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১৪ থেকে ১৫ টাকায়। এতে চাষিদের লোকসান গুণতে হচ্ছে। এছাড়া নতুন করে ভারত থেকে শুল্কমূক্ত চা আমদানির গুঞ্জন শোনা যাচ্ছে। এমনটি হলে দেশের সমতলসহ সব অঞ্চলের চা শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বেশি ক্ষতিগ্রস্ত হবে উত্তরাঞ্চলের লাখো চা চাষি ও চা শ্রমিকরা।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, চা চাষি নাহিদ প্রধান, মতিয়ার রহমান ও সায়েদ আলী প্রমুখ বক্তব্য দেন।

(এস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)