মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে ইতিহাসে এযাবতকালের সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে প্রেসব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

পুলিশ সুপার জানান, বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজনগর উপজেলার ঘরগাও গ্রামে চার হাজার একশত ২২ পিচ ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪০) নামে এক ব্যক্তিকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকৃত আব্দুল আলী জিদ্দা রাজনগর উপজেলার ঘরগাও গ্রামের আশ্বর মিয়ার ছেলে।

আটক আব্দুল আলী জিদ্দা দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএিম (বার) সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা করেছেন এরই প্রেক্ষাপটে জেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমি গত ২৯ জুলাই এ জেলায় যোগদানের পর আপনাদের আশ্বস্থ করেছিলাম মাদকের বিরুদ্ধে অভিযানের ব্যাপারে, তাই জেলার ইতিহাসে সবৃবৃহৎ ইয়াবার চালান আটক করা হয়েছে। আটককৃত মাদকব্যবসায়ীর সাথে কারা আছে তা আমরা তদন্ত করে খতিয়ে দেখবো বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে এসময় জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)