সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শুক্রবার রাতে সদর থানার উপপরিদর্শক বিধান দাস ও সহকারি উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ পলাতক আসামী ঝাউডাঙা ইউয়নিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পিকে ঝাউডাঙা বাজার থেকে আটক করে। খবর পেয়ে জামায়াত শিবিরের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে বাপ্পিকে ছাড়িয়ে নেয়।

এ ঘটনায় শুক্রবার রাতেই সহকারি উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদি হয়ে নয়জন জামায়াত শিবিরের নেতা কর্মীদের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে শফিকুল ইসলামকে শনিবার সকাল ১১টার দিকে ঝাউডাঙা বাজার থেকে গ্রেফতার করা হয়।
যুবদল নেতা বাপ্পিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা তিনি।

(আরকে/এটিআর/জুলাই ০২, ২০১৪)