কালিয়া (নড়াইল) প্রতিনিধি : শুক্রুবার রাতে নড়াইলের কালিয়ায় এক বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রেরমুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের বেধড়ক পিটুনিতে আহত গৃহকর্তা জাহাঙ্গীর কাজীকে(৩৫) কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, ওই রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দাশ জোকা গ্রামের জাহাঙ্গীর কাজীর বাড়িতে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল লুট করে নেয়। ডাকাতরা গৃহকর্তা জাহাঙ্গীরকে বেধড়ক পিটিয়ে আহত করে। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেছেন, ওই ঘটনায় সন্দেহ ভাজন তিন জনকে আটক করেছে। তবে রহস্যজনক কারনে তিনি আটক কৃতদের নাম প্রকাশ করতে চাননি। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।স্থানীয় ভাবে জানা গেছে ওই ঘটনায় সন্দেহ ভাজন হিসাবে ওই গ্রামের বুলু মোল্যা(৩০),বাচ্চু মোল্যা(৪৫) ও পাওয়ান(২৫) নামে তিন জনকে পুলিশ আটক করেছে। অপর দিকে সচেতন মহলের অভিযোগ রয়েছে পুলিশ ডাকাতির ঘটনাটিকে পূর্ব শত্র“তা হিসাবে চালিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে।


(এমএইচএম/এটিআর/আগস্ট ০২, ২০১৪)