মহালয়া

মানুষই আমার কাছে বড় বিস্ময়
মানুষই আমার কাছে বড় আশ্রয়
আমি মানুষকেই করি আবিষ্কার
মানুষের কাছেই মানুষ পারাবার

অ মানুষ মানুষকে করোনা লোভের হাতিয়ার
মানুষের সাথে মানুষ কে রাখো মমতায় প্রেরণায়
কিভাবে বড়াই করো হে মানুষ মানুষের রণে
মসজিদ মন্দির ভাঙ্গো, পরস্পর খুন ধর্ষণে
অ মানুষ দেবীর মুর্তি ভেঙে কার মুর্তি গড়ো
বুকের ভেতর রয়ে যায় প্রার্থনা প্রতিক দুর্গা
ভেঙ্গোনা মন্দির মুরতির মুর্তি দেবী দুর্গা

মহালয়া তিথিতে অমর্ত্যলোক হতে যাত্রা
হীরা মণিমাণিক্য সোনার নৌকায় বসে
মর্ত্যলোকে মানুষের তরে মানুষের ঘরে
অসুর বিনাষে হৃদয়ে হৃদয়ে প্রেমের তরে
এসো দুর্গতিনাশিনী মা দুজ্ঞা জয় মা দুজ্ঞা।