আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় রাতের আধারে বিরোধীয় সম্পত্তি দখল করে দেয়া টিনের বাউন্ডারি প্রতিপক্ষরা রাতের আধারে উপরে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পয়সা গ্রামে সরকারী উপস্বাস্থ্য কেন্দ্রর সামনে বরিশাল সওজ বিভাগের অধিগৃহনকৃত জায়গারসহ ব্যাক্তি মালিকানা দাবিদার স্থানীয় অশ্রুল মোল্লা অতি সম্প্রতি টিন দিয়ে বাউন্ডারী করেন।

বুধবার রাতে টিনের দেয়া ওই বাউন্ডারী খুলে ফেলে দেয় জায়গার একাধিক মালিকানা দাবিদাররা। অবৈধভাবে রাতের আধারে টিনের বাউন্ডারী খুলে ফেলার ঘটনায় অশ্রুল মোল্লা বাদী হয়ে ৯ জনকে আসামী করে বৃহস্পতিবার থানায় দায়ের করে, নং-৩ (৩.১০.১৯)।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত আসামী পয়সা গ্রামের খোকন হালদারের ছেলে বিরোধীয় জায়গার মালিকানা দাবিদার পাপন হালদাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিরোধীয় ওই জমি অশ্রুল মোল্লা রাতের আধারে টিন দিয়ে বাউন্ডারী করলেও বাউন্ডারীর মধ্যে আর একাধিক ব্যক্তির জায়গা রয়েছে। বিভিন্ন জনকে ম্যানেজ করে অশ্রুল মোল্লা অন্যদের জমি নিজের দখলে নিতে রাতের আধারে টিন দিয়ে বাউন্ডারী করেছিল। অন্য মালিকেরা তা ভেঙ্গে ফেলায় তাদের ঘায়েল করতে অশ্রুল মোল্লা মামলা দায়ের করেছে। বিরোধীয় ওই জায়গার মধ্যে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জায়গাও রয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০১৯)