স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাইয়ের স্ত্রী রুমা আক্তার। গৃহিনী হয়েও ৩ কোটি টাকার সম্পদের মালিক তিনি।

এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ১৯১ টাকার সম্পদই জ্ঞাত আয়বহির্ভূত এবং ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদের তথ‌্য গোপন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়ায় রুমা আক্তারের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ‌্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, নির্বাহী প্রকৌশলী স্ত্রী রুমা আক্তার দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৭৬৪ টাকার সম্পদ আছে বলে উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে জানা যায়, ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদের তথ‌্য গোপন করা হয়েছে। ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ১৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়।

এর আগে রুমা আক্তারের স্বামী আবদুল হাইয়ের বিরুদ্ধে ১ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করে দুদক।

(ওএস/অ/অক্টোবর ১০, ২০১৯)