স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আবরার হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে যথাসময়ে এ পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুকবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের বৈঠকের ওপর নির্ভর করছে ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠানের বিষয়টি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা যদি শুক্রবারের মধ্যে দাবির বিষয়ে প্রশাসনের সন্তোষজনক বক্তব্য না পাই তাহলে ভর্তি পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হবো।

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেছেন, ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের পর বুয়েটের অনুকূল পরিস্থিতি ও ভর্তি পরীক্ষা ভবিষ্যৎ ধারণা করা সম্ভব হবে।

বুয়েট সূত্র জানায়, গত ৫ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজন করার কথা থাকলেও দুর্গাপূজার কারণে তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বুয়েট প্রশাসন। পরে তা ১৪ অক্টোবর আয়োজনের ঘোষণা দেয়া হয়।

(ওএস/অ/অক্টোবর ১১, ২০১৯)