আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসো। পশ্চিম আফ্রিকার দেশ এটি। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় সশস্ত্র সন্তাসীদের হামলায় প্রাণ হারান ১৬ জন মুসল্লি। সশস্ত্র এ হামলায় দুই জন মারাত্মক আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা এএফপি দেশটির নিরাপত্তাবাহিনীর সূত্রে জানায়, ‘বুরকিনা ফাসোর সালমোসির গ্র্যান্ড মসজিদে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দারিদ্রপীড়িত দেশ বুরকিনা ফাসোর ওদালান প্রদেশের সালমোসি গ্র্যান্ড মসজিদে গত শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সালমোসি গ্র্যান্ড মসজিদে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। ঘটনাস্থলেই ১৩ জন মুসল্লি মারা যায়। গুরুত্বর আহত ৩ মুসল্লি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

সালমোসি গ্র্যান্ড মসজিদে হামলার পর স্থানীয় বাসিন্দারা প্রাণ ভয়ে তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানেই প্রায় এ রকম হামলার ঘটনা ঘটে। শুধু গত মাসেই দেশটিতে সশস্ত্র সংঘর্ষে নিহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ।

(ওএস/অ/অক্টোবর ১৩, ২০১৯)