স্টাফ রিপোর্টার : শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব-৪ এর এক উপপরিদর্শকের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব-৪ এর এক উপপরিদর্শকের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে বিমানবন্দর থানা-পুলিশ গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। একই মামলায় কর্নেল (অব.) মো. ইসহাক মিয়ান নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর উপপরিদর্শক মো. আবু সাইদ গত শনিবার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) ইসহাক মিয়ানের নামে ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮–এর ২৭,৩১ ও ৩৫ ধারায় মামলা করেন।

এদিকে, হাফিজ উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হাফিজ উদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

(ওএস/অ/অক্টোবর ১৩, ২০১৯)