স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ বাতিঘর আইন, ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেষ হাসিনার এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয় এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৭ সালের একটি পুরনো আইন আছে, ‘দি লাইটহাউজ অ্যাক্ট, ১৯৮৭’। এটাকে আপডেট করে মোটামুটি একই রকমের আইন করা হয়েছে। এখানে বড় কোনো পরিবর্তন নেই। শুধু ১৯৮৭ সালের প্রেক্ষাপটে যে অংশটিুকু ২০১৯ এ এসে পরিবর্তিত হয়ে এসেছে, সেই অংশটুকু বাদ দেয়া হয়েছে।

তিনি বলেন, নতুন কিছু সংযোজন করা হয়েছে। ‘বন্দর বাতিঘর’ শব্দ যুক্ত করা হয়েছে, অর্থাৎ যেমন- চট্টগ্রাম, মোংলা, পায়রাবন্দর কর্তৃপক্ষের একটি বাতিঘর থাকবে। ‘বাতিঘর অঞ্চল’ বলতে বুঝাচ্ছে- সীমানাভুক্ত বাতিঘর এলাকা। আর এটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৯)