স্টাফ রিপোর্টার :  এবার দুর্গাপূজায় সবচেয়ে বেশিসংখ্যক পূজামণ্ডপ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশিসংখ্যক ৩১ হাজার ৫০০ পূজামণ্ডপে এবার স্বস্তি ও নিরাপত্তার সাথে পূজা উদযাপিত হয়েছে, এজন্য মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করে।’

এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয় ৪ অক্টোবর। বিজয় দশমীতে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গোৎসব।

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৯)