বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওযার পথে যাত্রীবাহি বাসের সাথে বিয়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে । শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাগেরহাট সদরের জয়গাছি এলাকা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর যাওয়ার পথে বাগেরহাট -পিরোজপুর মহাসড়কের ফতেপুর ব্রিজের কাছে এদূর্ঘটনা ঘটে।

উভয় গাড়ীর আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ।

পুলিশ ও আহত যাত্রীরা জানায়, বৌভাত খেতে যাওয়া সুন্দবন পরিবহনের গাড়ীটি বাগেরহাট সদরের ফতেপুর এলাকায় পৌছলে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসটি রং সাইডে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটায়।

দূর্ঘটনার খবর পেয়ে এলাকাবসির সহাতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় । পুলিশ জানায়, যাত্রীবাহি বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাগেরহাটে সদর হাসপাতালে ভর্তি আহতরা হলো সাহেরা খাতুন (৭০), লামিয়া (৮), হামিদ (১২), আছুয়া (৪০), কাশেম (২৬ ), মুনসুর (৬০), আখী (১০),লাভলী (৪০), আরহাম (১৩), রেজাউল (৩০), হাফিজুর (৪০), নূরুল ইসলাম (৩০),জাহিদুল ইসলাম (৩৭), মো: অহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে সুন্দরবন পরিবহনের চালক নূরুল ইসলাম, সাহেরা, লামিয়া ও আছুয়ার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।বাগেরহাটে সদর হাসপাতালে ভর্তি আহতরা সবাই বৌভাত অনুষ্ঠানের যাত্রী।

গত বুধবার বাগেরহাট সদরের জয়গাছি এলাকার হারেজুল ইসলামের মেয়ের সাথে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলের বিয় হয়। শনিবার বিকালে জামাই বাড়িতে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

(একে/এটিআর/আগস্ট ০২, ২০১৪)