স্টাফ রিপোর্টার : খুচরা বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে কেজিতে ৫ থেকে ১০ টাকার মতো দাম কমলেও তা আবার বেড়ে আগের দামেই চলে এসেছে।

শুক্রবার কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়, কিন্তু শুক্রবার তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায় কিন্তু তা বিক্রি হচ্ছে ৯০ টাকা।

রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে কথা হয় এস এম ইমরানের সঙ্গে। তিনি বলেন, ‘দফায় দফায় পেঁয়াজের দাম কমানো আর বাড়ানোর ফলে অস্বস্তির মধ্যে পড়েছি। কিছুদিন আগেও শুনেছি দাম কমবে। কিন্তু বাজারে আসলেই দেখি সব পন্যের দাম নিয়ন্ত্রণের বাইরে৷ এভাবে চলতে পারে না। সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।’

সাদেক খান কৃষি মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ জুবায়ের বলেন, ‘দুদিন আগেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা কম ছিল। কিন্তু গতকাল থেকে দাম আবার বেড়েছে৷ এ কারণে আমাদের খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি করতে হয়। সেজন্যই পেঁয়াজের দাম আবারও বেড়েছে।’

(ওএস/অ/অক্টোবর ১৮, ২০১৯)