রাজন্য রুহানি, জামালপুর : মেলান্দহের এক কাঠমিস্ত্রি জামালপুরে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় শুরু হয়েছে নানামুখী গুঞ্জন। কেউ বলছে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে আবার কেউ বলছে পারিবারিক কলহের জেরে হতে পারে এ আত্মহত্যা। নিহত কাঠমিস্ত্রির স্ত্রীর করা মামলায় আজ জামালপুর কোর্টে হাজিরা ছিল। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।
নিহত কাঠমিস্ত্রি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর উত্তরপাড়া গ্রামের আজিজল হকের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জামালপুর শহরের চরচন্দ্রা এলাকায় একটি গামার গাছ থেকে রহমত উল্লাহর লাশ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ। একাধিক বিয়ে করায় রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে তার প্রথম স্ত্রী। এ মামলায় আজ তার কোর্টে হাজিরা ছিল।

জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া যাবে যে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ২০, ২০১৯)