মাগুরা প্রতিনিধি : শত বছরের পুরাতন যশোর বিমান বন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরে ৪টি অর্থনৈতিক জোন, যশোরকে বিভাগ ঘোষণাসহ যশোরের সমন্বিত উন্নয়নেমোট ১১ দফা দাবিতে  শনিবার রাতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ । 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়,বৃহত্তর যশোর মুক্তিযুদ্ধসহ জাতীয় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের সুষম সুবিধা থেকে সব সময় বঞ্চিত । কৃষিক্ষেত্রসহ ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর । পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু এখন আমাদের সময়ের দাবি ।

এছাড়া বেনাপোল স্থল বন্দরের আধুনিককায়ন,যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ,বৃহত্তম যশোরের প্রতিটি জেলায় অর্থনৈতিক জোন তৈরির পাশাপাশি সকল জেলাকে রেল ও গ্যাস সংযোগ স্থাপনের দাবী জানান তারা ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ হাসানুজ্জামান বিপুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, পরিষদের কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম আরজু, সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান প্রমুখ ।

(ডিসি/এসপি/অক্টোবর ২০, ২০১৯)