স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতা এবং ঢাকা মহানগর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, ‍ খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মাহসচিব বরকত উল্লা বুলু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর বিএনপি নেতা এম এ কাইয়ুম ও হাবিব-উন নবী খান সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মহানগর বিএনপির বর্তমান কমিটিসহ দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আপত্তির বিষয়টি আলোচনায় উঠে আসে।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে একজনকে সরিয়ে অন্যকাউকে দেওয়া হতে পারে বলে আলোচনা হয়। তবে ‍এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

(ওএস/এইচআর/আগস্ট ০৩, ২০১৪)