নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৩ বন্ধু বেড়াতে এসে বাইক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল মো. রাজিব মিয়া (১৯) নামের এক যুবকের। এঘটনায় অপর ২ বন্ধু গুরুতর আহত হয়েছে। তাদেরকে আশংকাজনক অবস্থায় মানিকগঞ্জ হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার কেদারপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাড়ে বেপরোয়া গতির বাইক নিয়ন্ত্রন হারালে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাজিব মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামের মো. সাধন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসঅই) মোহাম্মদ মামুন মৃধা জানান, সাটুরিয়া থানার সাহেব পাড়া গ্রামের সাধন মিয়ার ছেলে মো. রাজিব (১৯), মো. আবুল হোসেনের ছেলে আলি আকবর (১৮) ও সোহরাব মিয়ার ছেলে মো. সোলাইমান (১৯) এই তিন বন্ধু বাইক যোগে নাগরপুর বেড়াতে আসে। সকাল ১০টার দিকে ৩ বন্ধু বাইক নিয়ে নাগরপুরের কেদারপুর শেখ হাসিনা সেতু দেখতে রওনা দেয়। বেপরোয়া গতির বাইকটি সেতুর পশ্চিম পাড়ে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে।

এসময় বাইক আরোহী রাজিব ঘটনাস্থলেই মারা যায়। অপর ২জন গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় স্বজনরা তাদের মানিকগঞ্জ হাসপাতালে নেয়।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান খান জানান, দূর্ঘটনার পর পুলিশ ২জন আহত ও ১জনকে মৃত অবস্থায় নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেছে।

(আরএসআর/এসপি/অক্টোবর ২১, ২০১৯)