ডেস্ক রিপোর্ট : ভারতে বসবাসের দীর্ঘমেয়াদি ভিসা বাতিল হওয়ার পর তসলিমা নাসরিন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন। শনিবার দুপুরে তিনি দিল্লির সাউথ ব্লকে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তাদের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়।

তসলিমা নাসরিন স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘমেয়াদি ভারতে থাকার অনুমতি দেওয়ার কথা বলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে সাক্ষাতের পর তসলিমা নাসরিন টুইটার বার্তায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শনিবার দুপুরে আমি দেখা করেছি। আমার লেখা ও আন্ধেরা দিন বইটি তাকে উপহার দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে আশ্বাস দিয়ে বলেছেন আপকা আন্ধেরা দিন খতম হো জায়েগা (আপনার অন্ধকার দিন কেটে যাবে)।

এর আগে বুধবার তসলিমা নাসরিনের দীর্ঘমেয়াদি ভিসা নবায়ন না করে ভিসার মেয়াদ দুই মাস বাড়ায় ভারত সরকার।

ভারত সরকার সাধারণত অন্য জাতীয়তার নাগরিকদের জন্য ভারতে ১৮০ দিন থাকার অনুমোদন দিয়ে থাকে। প্রতি ৬ মাস পর এই ভিসা নবায়ন করতে হয়।

১৯৯৪ সাল থেকে নির্বাসনে থাকা ৫২ বছর বয়সী এই লেখক ২০০৪ সাল থেকে ভারতে বাস করছেন। প্রতি ৬ মাস অন্তর ভিসা নবায়নের নিয়ম থাকলেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ২০১১ সাল থেকে তসলিমাকে একেবারে পুরো বছরের ভিসা নবায়নের অনুমোদন দেয়।

২০০৮ সালে ইউপিএ সরকার তাকে ভারত ছাড়ার জন্য চাপ দিলেও ওই সময়ে তার ভারতে বসবাসের অনুমতি বাতিল করেনি বলেও জানান তসলিমা। বরং কলকাতা থেকে দিল্লিতে বসবাসের অনুমতি দিয়েছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালে ভাবনগরে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে মোদি তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, কেন্দ্র সরকার যদি তসলিমার নিরাপত্তা দিতে না পারে তাহলে তাকে গুজরাটে পাঠিয়ে দিক। গুজরাটের জনগণ ও সরকার তার নিরাপত্তা দেবে। আমি তার নিরাপত্তা দেওয়ার সাহস রাখি।

(ওএস/এইচআর/আগস্ট ০৩, ২০১৪)