রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯জন জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইলিশ মাছ কিনতে আসা এ সময় এটিএন বাংলার ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়দানকারী একজন ভুয়া সাংবাদিককেও গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরছে জেলেরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৯জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ২১, ২০১৯)