মোক্তার হোসেন, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে সোমবার (২১ অক্টোবর) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ সাব-ডিভিশনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রশ্ন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির আলোচনায় সাক্ষাৎকার মূলক এ অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এম/এসপি/অক্টোবর ২১, ২০১৯)