পদ্মা নয় বিভাগের নাম ফরিদপুরই থাক

ফরিদপুরে বিভাগ হবে-
নদীর নামে কেন?
বিভাগ হলে হোকনা সেটা-
জেলার নামেই যেন!

দেশের সব বিভাগ যখন-
আগের জেলা নামে,
তবে কেন আমার জেলা-
ডানে কেটে বামে!

পদ্মা পাড়ের মাঝি মাল্লা
কাঁদছে ছেড়ে হাঁক,
'পদ্মা' নয়, বিভাগের নাম-
'ফরিদপুর'-ই- থাক!