রাজন্য রুহানি, জামালপুর : “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” প্রতিপাদ্যে জামালপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের বকুলতলা চত্ত্ব্র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অটো বাইক শ্রমিক ইউনিয়নের নেতা বেলাল হোসেন ও সাংবাদিক এমএ জলিল প্রমুখ।

নিরাপদ সড়ক গঠন ও সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভারদের প্রশিক্ষণ নিয়ে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন বক্তারা।

(আরআর/এসপি/অক্টোবর ২২, ২০১৯)