স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রী, ডেপুটি স্পিকার ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এল কে সিদ্দিকীর নামাজে জানাজা রবিবার সকাল সাড়ে ৮টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।

এল কে সিদ্দিকীর জানাজায় শরিক হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ২৮ জুলাই রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এল কে সিদ্দিকী দীর্ঘদিন ধরে ফুসফুসসংক্রান্ত রোগে ভুগছিলেন। সীতাকুণ্ড আসন থেকে তিনি পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

(ওএস/এইচআর/আগস্ট ০৩, ২০১৪)