সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া, (নেত্রকোনা) : পূর্ব শত্রুতা ও তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় ৬০ বছরের বৃদ্ধা প্রতিমা রাণী সহ ৩ জন আহত হয়েছে। 

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে বৃদ্ধা প্রতিমা রাণীর ছেলে উৎপল দাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে সোমবার সকাল অনুমান ৯ টার দিকে।

গোবিন্দপুর গ্রামের মৃত সুশিল দাসের ছেলে উৎপল চন্দ্র দাস জানান, একই গ্রামের সাহেদ আলী ও তার ছেলে নজরুল ও আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে তাদেরকে নানা ভাবে অত্যাচার উৎপীড়ন করে আসছিল। বাড়ির পাশে রাস্তায় মাটি ভরাটকে কেন্দ্র করে সোমবার সকালে উৎপলের কাকাদের গালিগালাজ করেন সাহেদ। এ ঘটনার প্রতিবাদ জানালে সাহেদ আলী ও তার ছেলে নজরুল ও আব্দুল মান্নান স্বসস্ত্র অবস্থায় বসতবাড়ির ওঠানে এসে উৎপলের ওপর হামলা চালায়। এ হামলা ঠেকাতে গেলে তারা উৎপলের মা প্রতিমার উপরও আঘাত করে। এতে তিনি পায়ে মারাত্বক আঘাত পান। এসময় স্বামী ও শাশুরিকে রক্ষা করতে গেলে হামলাকারীরা শম্পা রানী দাসের ওপরও হামলা চালায়। এ ঘটনার বিচার দাবী করে কেন্দুয়া থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন উৎপল।

থানা পুলিশের এস.আই মোঃ আহাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তারা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান সোমবার রাত ১২টার দিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

তিনি বলেন, হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসবি/এসপি/অক্টোবর ২২, ২০১৯)