মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর ইসলামিক ফাইন্ডেশন  বুধবার দুপুরে  মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও গুজব বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর উপজেলার উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির, হাফিজার রহমান, নাজমুল হাসান রাজিব।

বক্তারা জানান, ইমাম ও ধর্মীয় শিক্ষকরা নামাজের সময়সহ বিভিন্ন ধর্মীয় সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক নারী নির্যাতন বিষয়ে আলোচনার পাশাপাশি গুজব বিষয়ে সচেতন করে তোলা । বিশেষ করে ধর্মীয় উষ্কানীমূলক কথা না বলা বা সামাজিক মাধ্যমে প্রচার না করার ব্যপারে আলেমদেরকে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য প্রদানের আহবান জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ২৩, ২০১৯)