গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বুধবার ২ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যায়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন  করা হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোযার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। 

এলজিইডি’র অর্থায়নে ১কোটি ৯লক্ষ ১৯ হাজার ৩শ’ টাকা ব্যায়ে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চাঁদপুর আরেফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন, ৮৩ লক্ষ ৬১ হাজার ৮শ’ ১৪ টাকা ব্যায়ে ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন এবং ৮৩ লক্ষ ২ হাজার ৭শ’ টাকা ব্যায়ে দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ করা হবে।

অতিথিদ্বয় ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বোরজাহান কবির ও নিলুফা ইয়াসমিন, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল শিল্পী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এ কে এম আব্দুর নুর, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির রনজু, কাজী সামিউল ইসলাম, সোহরাব হোসেন, সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, রফিকুল আলম সরকার, প্রভাষক তরিকুল ইসলাম, খলিলুর রহমান ও আব্দুল আজিজ মাষ্টার, কাজের ঠিকাদার ফিরোজ কবির উজ্জল ও আব্দুল ওয়াহাব মন্ডল মুন্নু, স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম সরকার, ছাত্রলীগ নেতা রাজু সরকার ও শাকিব খান লেবু , প্রধান শিক্ষক আজিজুল হক প্রমূখ।

এছাড়াও বিকেলে এম পি মনোয়ার হোসেন চৌধুরী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োাজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

(এসআরডি/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)