নোয়াখালী প্রতিনিধি : শিশু ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা তথ্য অফিস ।

নোয়াখালী জেলা সহকারি তথ্য অপীসার কৃপাময় চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কর্মশালার রিসোর্স পারসন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিদ্যুত কুমার বিশ্বাস, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী মা ও শিশু কল্যান কেন্দ্র মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ জিহাদুল হক অংশগ্রহন করেছেন শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি বৃন্দ, ইমাম সহ ৪০ জন।

এই কর্মশালায় নারীর সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, অটিজম ,নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন প্রভৃতি বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)