সিরাজগঞ্জ প্রতিনিধি : জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলীপাড়া গারেশ্বর এলাকায়।

অভিযোগ ও এলাবাসী সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের আসাদ, সুলতান, আব্দুর রশিদ ও মো. মুক্তা গং এর সাথে একই গ্রামের বাসু সরদারের গারেশ্বর মৌজায় অবস্থিত জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ওই জায়গায় রবিবার সকালে আসাদ গং সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ভাংচুর ও লুপাট করে। এ সময় বেশ কিছু গাছ কর্তন, নগদ টাকা, গহনা ছিনতাই ও মালামাল লুটপাটও করে তারা।

হামলার সময় বাধা দিতে গিয়ে দু’জন আদিবাসী মহিলা গুরুতর আহত হয়।

এ ব্যাপারে উল্লাপাড়া থানায় অভিযোগ করা হলে পুলিশ আদিবাসী পল্লীতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেলীপাড়া গ্রামের সুলতান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

(এসএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)