গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : এপেক্স ক্লাব বাংলাদেশ জেলা-৭ এর ৩৫ তম কনভেনশন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেক্সশিয়ান আব্দুল লতিফ  প্রধান।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্স ক্লাব বাংলাদেশ এম এ কাইয়ুম চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্স ক্লাব বাংলাদেশ নিজাম উদ্দিন পিন্টু, আইএনএনপি এপেক্স ক্লাব বাংলাদেশ মোয়াজ্জেম হোসেন সিবুল, এলজি এন্ড পিএনপি এপেক্স ক্লাব বাংলাদেশ মশিউর রহমান, এলজিএনপি আনিছুজ্জামান শীতল, পিরোজপুরের জেলা দায়রা জর্জ আব্দুল মান্নান, পিএনপি এপেক্স ক্লাব বাংলাদেশ সৈয়দ নুরুর রহমান, পিএনপি এপেক্স ক্লাব বাংলাদেশ খোরশেদুল আলম অরুন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের এপেক্স ক্লাব বাংলাদেশের নেতৃবৃন্দ।

গভর্নর জেলা-৭ এপেক্স ক্লাব বাংলাদেশ, এপেক্সশিয়ান কে এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রেসিডেন্ট গোবিন্দগঞ্জ এপেক্সক্লাব এপেক্সশিয়ান সাহারুল ইসলাম টিটরু পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা-৭ এপেক্স ক্লাব বাংলাদেশ সেক্রেটারী মনোয়ার হোসেন লাবলু, সেক্রেটারি গোবিন্দগঞ্জ এপেক্সক্লাব এপেক্সশিয়ান কাজী আসাদুজ্জামান উল্লাস, ভাইস প্রেসিডেন্ট এপেক্সশিয়ান ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রাজ, এপেক্সশিয়ান জিল্লুর রহমান সরকার ও আনোয়ার হোসেন আকন্দ প্রমুখ।

বিকেলে ২য় সেশনে এপেক্সশিয়ানদের আভ্যন্তরিণ ডিসকাশন ও সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এস/এসপি/অক্টোবর ২৫, ২০১৯)