উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : শেখ বোরহানুদ্দিন কলেজে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আয়োজনে কলেজের উদ্ভুত বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এক মতবিনিময় সভা করেছে শিক্ষকরা। গতকাল (বৃহস্পতিবার) কলেজের শিক্ষক লাউঞ্জে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর হারুনুর রশীদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

কলেজের বর্তমান পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করে বক্তারা জানান, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কলেজের বর্তমান পরিস্থিতির উদ্ভব কীভাবে হল? এর জন্য কে বা কারা দায়ী? এ সব ব্যপারে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি অডিট অধিদপ্তর কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দ্রুত এই ব্যাপারে কলেজ পরিচালনা পরিষদ পপ্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হক (সাবেক অধ্যক্ষ, তেজগাঁও মহিলা কলেজ), বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ফয়েজ হোসেন (অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী কলেজ)। এছাড়া কলেজ পরিচালনা পরিষদের সদস্যন্দসহ অধ্যক্ষ, শিক্ষকগণ, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদস্যরা উপিস্থিত ছিলেন।

সভায় কলেজের সার্বিক স্বার্থে কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে এমনকি গণমাধ্যমকে অসত্য তথ্য প্রকাশে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৯)