মাগুরা প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও পুলিশ সদস্যদের নিয়ে র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।

সেখানে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, দেশকে মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত করে সত্যিকারের সোনার বাংলা রূপে গড়ে তুলতে গেলে সচেতন জনগণকে অবশ্যই পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থা। এ ব্যবস্থার সফল প্রয়োগে ইতিমধ্যে আইন শৃংখলার উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে। দেশের উন্নয়নে জনবান্ধব পুলিশ প্রশাসন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

(ডিসি/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)