কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ঢাকার মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ক্লাশবর্জণ করে মুখে কালো কাপড় বেঁধে ১০ মিনিটের প্রতিবাদ কর্মসূচী পালন করেছে পটুয়াখালীর কলাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ (শনিবার) সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত একযোগে বিদ্যালয়ের সামনে দাড়িয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে।

কলাপাড়ার মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমান জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সারাদেশের মতো কলাপাড়ার শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

কলাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম পলাশ জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সকল শিক্ষক সংগঠনের উদ্যোগে কলাপাড়ার ১৭০টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচী পালন করা হয়।

(এমকেআর/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)