নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে শিবির কর্মী থেকে ছাত্রলীগ নেতা বনে যাওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্র নেতার বিরুদ্ধে।  দেশব্যাপী চলছে আওয়ামীলীগ ও তার অংঙ্গ সহযোগি সংগঠনের জেলা-উপজেলা কাউন্সিল, তারই ধারাবাহিগতায় সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বার ইউনিয়ন ছাত্রলীগের আসন্ন সম্মেলনে মো: মালেক ওরফে মেহেদি মালেক নামের শিবির কর্মী ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘটনায় ফেইসবুক জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এতে তিব্র ক্ষোভ আর প্রতিবাদ জানাচ্ছেন ঐ ইউনিয়নের একাধিক নেতা কর্মীরা ।

অনুন্ধানে জানা যায়, মো: মালেক ওরফে মেহেদি মালেক ২০১৪ সালে সোনাপুর কলেজে ছাত্রাবস্থায় শিবিরের কর্মি ছিলেন এবং নোয়াখালী সোনাপুরের কাঠপট্রি নামক স্থানে একটি শিবিরের মেসে থাকতেন তখন বিএনপি-জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনের সময় একবার পুলিশি অভিযানে সে ধরা পড়ে।

নাম প্রকাশে অনিচ্চুক এক ছাত্র নেতা বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনা আছে কোন জামাত শিবির কর্মি যেন দলে অনুপ্রবেশ করে দলের মধ্যে বিশৃঙ্খলা না করে, সে নির্দেশনা অমান্য করে কারা জামাত শিবিরের কর্মিদের মদদ দেয়? আগে তাদের চিহ্নিত করতে হবে, আমরা চাইনা কেউ অনুপ্রবেশ করে একটি দলের শৃঙ্খলা ভঙ্গ করুক’।

২০১৭ সালে তার নিকট আত্ত্বীয় চরজব্বার ইউনিয়ন আওয়ামি লীগের এক নেতার হাত ধরে ছাত্রলীগের রাজনিতিতে আসেন, বর্তমানে তিনি চরজব্বার ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় সমালোচনার মুখে পড়েন।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদি মালেকের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নামে আনিত অভিযোগ ভূয়া, আমাকে হ্যায়প্রতিপন্ন করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে’।

(এস/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)