আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় নিখোঁজের ২৩ দিন পর চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রী মনিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার উত্তর বড়মগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের মেয়ে ও সরবাড়ী সরকারী প্রথামিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী মনি খানম (১১) গত ৩ অক্টোবর থেকে নিখোঁজ হয়। তার পরিবার সদস্যরা সাম্ভাব্য সকল স্থানে মনিকে খুঁজে না পেয়ে ৭ অক্টোবর মনির বাবা আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেন, নং-২৩৯।

ডায়েরীর সূত্র ধরেই ছাত্রী মনি’র সন্ধানে নামে পুলিশ। এসআই শাহাবুদ্দিন দীর্ঘ সময় তদন্ত করে নিখোঁজ মনির সন্ধান বের করেন। আধুনিক প্রযুক্তির কৌশল ব্যবহার করে মনিকে কৌশলে শনিবার সকালে আগৈলঝাড়ায় নিয়ে আসেন তিনি।

থানায় বসে উদ্ধার হওয়া মনি জানায়, সে নিজে ঘুড়ে বেড়ানোর জন্য বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এই সময়ের মধ্যে সে ঢাকা, চট্টগ্রাম, ভৈরবসহ অন্তত ২০টি জেলার বিভিন্ন স্থান ঘুরেছে।

শনিবার দুপরে মনিকে তার বাবা মোসলেম বক্তিয়ারের হাতে তুলে দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন।

(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)