গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি’ মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।

দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে সকালে থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদেী হাসানেরর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং এর মহাসচিব সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু’র সঞ্চলনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবিব প্রিন্স, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, জেলা যুবলীগ নেতা আলতামাসুল শিল্পী, কমিউনিটি পুলিশিং সদস্য সহযোগী অধ্যাপক আরজিনা বানু, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন ও তোফায়েল আহমেদ এলিন প্রমূখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

(এসআরডি/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)