আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ঢাকার মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে মতিঝিল থানার সিআর ৭৩০/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন বালা (৩০) কে এসআই শাহাবুদ্দিন নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিলন উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মঙ্গল বালার ছেলে। রবিবার মিলনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)