রাজন্য রুহানি, জামালপুর : ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদসহ আব্দুল খালেক (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় গোপনে খবর পেয়ে জামালপুরের রশিদপুর ইউপির চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল খালেক রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের মৃত ব্যাঙ মামুদ মন্ডলের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া জানিয়েছেন, গোপনে খবর পেয়ে রশিদপুর ইউপি চেয়ারম্যানের বসতবাড়িতে অভিযান চালানো হয়। স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে দুপুর ১টায় সেখান থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে গ্রেফতার করে র‌্যাবের আভিযানিক দল। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আব্দুল খালেক চোলাই মদ সেবন ও বিক্রি করে আসছিল।

মাদক ব্যবসায়ীর নামে জামালপুর থানায় মাদক আইনে একটি মামলা করেছে র‌্যাব।

(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)