নওগাঁ প্রতিনিধি : রবিবার বেলা ২টায় নওগাঁর মহাদেবপুর থানার নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে থানা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

বিশেষ অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, আওয়ামীলীগ নেতা অজিত কুমার মন্ডল, বাবুল ঘোষ বাবু, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ।

গণপূর্ত বিভাগের ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৬ তলা এ কমপ্লেক্সের ২ তলা পর্যন্ত ভবন নির্মাণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ডিসিএল দাস (জেভি)। এ সময় সাংসদ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দেন।

(বিএম/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)