স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে রোববার বিকেলে নির্মানাধীন ভবনের ছাদ ধসে দু’শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন। আহতদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েয়ে। 

নিহতরা হলেন,পাবর্তীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামের প্রশান্ত (৩২) এবং শিবনগর ইউনিয়নের সুলতানপুর গুচ্ছগ্রামের আকাশ (৩৫)।

তারা দু’জনেই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে,বড়পুকুরিয়া কয়লা খনি’র পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ সুলতান মাহমুদ। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার বিকেল সোয়া ৪টার সময় বড়পুকুরিয়া কয়লা খনিতে বেসরকারি ঠিকাদারদের ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে। নির্মানাধীন ভবনের ছাদ ধসে ঘটনাস্থলে চাপা পাড়ে দু’শ্রমিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরো সাতজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে দেয়ানি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামারুজজ্জানের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই,তার বক্তব্যও নেয়া সম্ভব হয়নি।

(ওএস/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)